Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৯ পিএম, ৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে গতকাল শুক্রবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (২৬) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত আলম আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। তার বাবা মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের নয়ঘড়িপাড়ায় ঘরজামাই থাকতেন। আলমের সাথে রমজান আলী (৪৫) নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্নেল তাজুল ইসলাম তাজ বাংলাদেশী নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। নিহত আলমের লাশ রাতেই আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক তাজুল ইসলাম তাজ জানান, শুক্রবার ভোরের দিকে নিহত আলমসহ একদল চোরাকারবারী মহেশপুরের ইছামতি নদী পার হয়ে ভারতের নদীয়া জেলার বরণবাড়িয়া এলাকায় ঢুকে পড়ে। এ সময় ভারতের টহল বিএসএফ তাদের বাধা দিলে তারা সে দেশের এক বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম করে। এ সময় বরণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা ছুটে এসে গুলি চালালে আলম আহত হন। সহযোগীরা তাকে ধরে বাংলাদেশের মধ্যে আনার পথে তিনি মারা যান বলে সীমান্ত এলাকার সূত্রগুলো নিশ্চিত করেছেন। বিএসএফর গুলিতে রমজান আলী নামে আরেক বাংলাদেশী আহত হন বলে জানা গেছে। তাকে যশোরের একটি হাসপাতালে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক তাজুল ইসলাম আরো জানান, এ হত্যাকা-ের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাঘাডাঙ্গা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে নিহত আলমের পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের ক্যারালায় তিনি কাজ করতেন। শুক্রবার ভোরের দিকে তিনি চোরাইপথে বাড়ি আসছেলেন। শনিবার রাত ৩টার দিকে বরণবাড়িয়া বিএসএস ক্যাম্পের সদস্যদের সাথে আলমের তার ধ্বস্তা-ধ্বস্তির এক পর্যায়ে তাকে গুলি করে। এলাকাবাসি জানান, চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত আলমের বাবা আব্দুস সামাদ গামাও একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, নিহত আলমের লাশ উদ্ধারের জন্য পুলিশ আলমডাঙ্গায় রওনা হয়েছে। মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় থমথমে ভাব বরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ