Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে খুলনা পাওয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটে। শেয়ারমূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহটিতে লেনদেনের শীর্ষ স্থানটিও দখল করে এই কোম্পানিটি। খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন হয় ২৫৪ কোটি ৭৪ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৬৩ কোটি ৬৮ লাখ টাকা। এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৯ দশমিক ৯১ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২৩ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭৬ টাকা ৯০ পয়সা। খুলনা পাওয়ারের পরে গেল সপ্তাহে পছন্দের তালিকায় ছিল বাংলাদেশ সাবমেরিন কেবলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ১৬ শতাংশ। এর পরেই রয়েছে সোস্যাল কনফিডেন্স সিমেন্ট। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ইনটেক লিমিটেডের ১৪ দশমিক ৬৮ শতাংশ, নাহি অ্যালুমেনিয়ামের ১৩ দশমিক ৫৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১৩ দশমিক ৩৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৩ দশমিক শ‚ন্য ৩ শতাংশ, মেঘনা সিমেন্টের ১১ দশমিক ৮২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১০ দশমিক ৬৩ শতাংশ এবং সামিট পাওয়ারের ৯ দশমিক ৭৭ শতাংশ দাম বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ