Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রার্থী ছুরিকাহত
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেয়ার বলসোনারো ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রিও ডি জেনিরো থেকে ২০০ কিলোমিটার উত্তরের শহর জুইজ দে ফোরাতে নির্বাচনি সমাবেশ করার সময় এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। ব্রাজিল পুলিশ জানিয়েছে, ৬৩ বছর বয়সী ওই রাজনীতিবিদের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আল-জাজিরা।

সহকর্মী খুন
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে এক পুলিশ সদস্যের হাতে আট সহকর্মী খুন হয়েছে। হত্যার পর ওই পুলিশ সদস্য নিহতদের দেহগুলি পুড়িয়ে দেওয়ার পর তাদের অস্ত্র নিয়ে পালিয়ে গেছে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারে এ ঘটনা ঘটেছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ লোগারে এক আফগান পুলিশ সদস্যের হাতে এক মার্কিন সেনা নিহত হওয়ার মাত্র একদিন পর এ ঘটনা ঘটলো। রয়টার্স।

বানর বলায়
ইনকিলাব ডেস্ক : কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও নাগরিকদের ‘বানর’ বলে গালি দেয়ায় এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কেনিয়া থেকে তাঁকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ বিভাগ। বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে টিভি চ্যানেল সিজিটিএনের (চায়না গেøাবাল টেলিভিশন নেটওয়ার্ক) একটি স্টুডিও থেকে লিউ জিয়াকি নামের ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। দ্য স্টার।

৬.৩ মাত্রার ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে একজন আহত হয়েছেন। নিকটবর্তী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় ৯টা ১২ মিনিটে দেশটির মধ্যাঞ্চলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় কর্তৃপক্ষ রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৫ মাত্রা রেকর্ড করেছে। রয়টার্স।

এবার ১২ যাত্রী
ইনকিলাব ডেস্ক : দুবাই থেকে নিউ ইয়র্কগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের যাত্রীরা অসুস্থ হয়ে পড়ার একদিন পর বৃহস্পতিবার ইউরোপ থেকে ফিলাডেলফিয়াগামী দুইটি ফ্লাইটেও একই রকমের দৃশ্য দেখা গেছে। এবার আমেরিকান এয়ারলাইন্সের দুইটি চলন্ত বিমানের ১২ জন যাত্রীর মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতা দেখা গেছে। ফিলাডেলফিয়ায় বিমানগুলো অবতরণের পর পূর্ব সতর্কতা হিসেবে ২৫০ আরোহীর সবারই স্বাস্থ্য পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। রয়টার্স।

১শ’ বিমানবন্দর
ইনকিলাব ডেস্ক : বিমানে ভ্রমণের চাহিদা বাড়ায় অভ্যন্তরীণ বিমান ব্যবস্থা সম্প্রসারণে আগামী এক দশকে ১শ’টি বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির সিভিল এভিয়েশন মন্ত্রী জানান, ৬ হাজার কোটি টাকা ব্যয়ে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ১শ’ বিমানবন্দর নির্মাণ করা হবে। এরমধ্যে ৭০ টি বিমানবন্দর এমন এলাকায় নির্মাণ করা হবে, যেসব স্থানের অবকাঠামো দুর্বল। বর্তমানে ভারত বিশ্বের উন্নত এভিয়েশন মার্কেটের মধ্যে অন্যতম, ভারতে অন্তত ১ শ’টি বিমানবন্দর রয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ