বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা শহরের পশ্চিম মালনী এলাকার শ্মশানঘাট কালী মন্দিরের ৪টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মন্দিরের পূঁজারী প্রদীপ চক্রবর্তী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তিনি মন্দিরে পূঁজা দিতে এসে দেখেন মান্দিরে রক্ষিত কালী ও শিব প্রতিমাসহ ৪টি প্রতিমা কে বা কারা ভাংচুর করে তা মন্দিরের চারপাশে ফেলে রেখেছে। বিষয়টি তাৎক্ষনিক মন্দির কমিটিকে জানালে তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েলের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে এই ভাংচুরের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মন্দির কমিটি ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে কে বা কারা কেন এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।