মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বিধায়ক রাম কদমের জিভ ছিঁড়ে আনতে পারলেই জুটবে পুরস্কার। একেবারে কড়কড়ে ৫ লাখ টাকা। এমনই ঘোষণা করেছেন কংগ্রেস নেতা সুবোধ সাওজি। বৃহস্পতিবার এনিয়ে তিনি একটি ভিডিও-ও পোস্ট করেছেন।
কংগ্রেস নেতা সাওজি জানিয়েছেন, রাম কদম কিছুদিন আগে একটি সভায় বলেছেন, মেয়েদের অপহরণ করে নিয়ে এলে তিনি বিয়েতে সাহায্য করবেন। বিজেপি বিধায়কের এই বক্তব্যের বিরোধ করছেন তিনি। রাম কদম একজন বিধায়ক। তাঁর এমন লজ্জাজনক বয়ান দেওয়া শোভা পায় না। এর পরিপ্রেক্ষিতে তিনি চান, যেই জিভ দিয়ে তিনি এই কথা বলেছেন, তা ছিঁড়ে আনা হোক। যে ছিঁড়ে আনতে পারবে, তাকে তিনি ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন।
কয়েকদিন আগে বিজেপি বিধায়ক রাম কদম মহিলাদের বিরুদ্ধে একটি অপমানজনক উক্তি করেন। তিনি বলেন, তিনি সবাইকে ১০০ শতাংশ সাহায্য করবেন। যদি মেয়েরা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তিনি সেই সব মেয়েদের অপহরণ করে নিয়ে আসবেন। তারপর বিয়ে দেবেন। এরপর তিনি সভায় উপস্থিত সবাইকে নিজের মোবাইল ফোন নম্বরও দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছেও বিষটি খতিয়ে দেখার আবেদন আসে। এই নিয়ে শিবসেনা প্রধান আদিত্য ঠাকরে টুইটারে রাম কদমকে একহাত নেন। মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিপাকে পড়ে পিছু হটেন কদম। বলেন, তিনি এমন কোনও কথাই নাকি বলেননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি শুধু বলেছেন, বাবা মায়ের মত নিয়ে তবেই বিয়ে করা উচিত। কেউ যেন বাড়ির অমতে বিয়ে না করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।