Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ ও ১১ সেপ্টেম্বর বিএনপির ভাইস-চেয়ারম্যান ও উপদেষ্টাদের বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থাসহ অন্যান্য দাবি আদায়ের কৌশল নির্ধারণে বৈঠকে বসছে বিএনপি। দলীয় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকে মতামত ও পরামর্শ শুনবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। কিছুদিন আগে তৃণমূল নেতাদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও নির্বাহী কমিটির নেতাদের পরামর্শ শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি। 

বিএনপি সূত্রে জানা যায়, শুধু দাবি জানিয়ে কোন কিছু আদায় হবে না এবং আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না। তাই আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে বেগম খালেদা জিয়াকে নিয়েই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় দলটি। তবে আন্দোলন হলে কবে থেকে কিভাবে আর নির্বাচন হলে কোন প্রক্রিয়ায় হবে-সেই বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের কেন্দ্রীয় নেতাদের আরো মতামত নিতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে দলের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের সাথে আবারো মতবিনিময় করবেন বিএনপির নীতি-নির্ধারকরা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আগামী ১০ সেপ্টেম্বর ভাইস-চেয়ারম্যান এবং ১১ সেপ্টেম্বর উপদেষ্টাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলের একাধিক নেতা জানান, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠকের পর যুগ্ম মহাসচিব ও সম্পাদকদের সাথে বৈঠক করবেন স্থায়ী কমিটির সদস্য। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে এই সপ্তাহেই।



 

Show all comments
  • ৭ সেপ্টেম্বর, ২০১৮, ৬:২০ এএম says : 2
    শেষ মুহুতে বি এন পি কিছুই করতে পারবে না বলে সবাই মনে করছে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ