Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্রিমসন কাপ-এ পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ মেহেদী আনোয়ার উপল ১৯৯১ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত আমেরিকান চেইন কফি শপ ‘ক্রিমসন কাপ’র যাত্রা শুরু করেন রাজধানীর উত্তরায়। এই উপলক্ষ্যে এরইমধ্যে তাকে শুভকামনা জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন। কিন্তু তার পারিবারিক বন্ধু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা সময় করে উঠতে পারছিলেন না। অবশেষে এরইমধ্যে পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে এবং ক্রিমসন কাপ’ ঘুরে এলেন। পূর্ণিমাকে নিজে স্বাগত জানান উপল এবং বেশ কিছুটা সময় ক্রিমসন কাপে গল্প আড্ডায় মেতে উঠেন তারা দু’জন। পূর্ণিমা বলেন, ‘সবকিছু মিলিয়ে ক্রিমসন কাপের উত্তরা শাখার পরিবেশটা বেশ ভালো লেগেছে আমার কাছে। উপল ভাইকে অভিনন্দন জানাই তিনি যেন ক্রিমসন কাপের চলার পথে সফলতা লাভ করতে পারেন। অনেক অনেক শুভকামনা রইলো।’ উপল বলেন,‘ পূর্ণিমা আমার প্রিয় একজন নায়িকা। তার অভিনয় আমার কাছে সবসময়ই ভালোলাগে। পূর্ণিমা আমার বন্ধুর মতো। তাই আমি চেয়েছিলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানটি পূর্ণিমা একবার ঘুরে যাক। তার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ’ উল্লেখ্য উপলই প্রথম বাংলাদেশে ২০১৫ সালে বনানী’তে প্রথম ‘ক্রিমসন কাপ’ গড়ে তুলেন। উদ্বোধন করেন অনন্ত জলিল ও বর্ষা। এরপর ধানমন্ডি, উত্তরা, গুলশানে দুটো এবং ঢাকা ক্লাবে তা প্রতিষ্ঠিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ