প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্ত্রী এক বাস্তব কিংবদন্তীর নায়িকা। সে আসে শুধু পূজার মৌসুমে। এই চারদিনে অশরীরী নারীটির কাজ হল পুরুষদের পিছ থেকে ডাকা এবং ফিরলেই সেই পুরুষ অদৃশ্য হয়ে যায় এবং তার পরিধেয় কাপগুলো শুধু পড়ে রয়। ভিকি (রাজকুমার রাও) চান্দেরি এলাকার এক তরুণ দর্জি। সে এক রহস্যময়ীর (শ্রদ্ধা কাপুর) প্রেমে পড়েছে যার দেখা পায় সে পূজার চারদিন। সারা বছর আর তার দেখা পাওয়া যায় না। তার দুই বন্ধু বিট্টু (অপরশক্তি খুরানা) আর জানার (অভিষেক ব্যানার্জি) বিশ্বাস এই প্রেমিকাটি স্ত্রী নামের সেই অশরীরী না হয়েই যায় না। কিন্তু আসলেই কি তাই? তিন বন্ধু মিলে রুদ্র’র (পঙ্কজ ত্রিপাঠি) শরণাপন্ন হয় যাকে স্ত্রী সম্পর্কে বিশেষজ্ঞ মনে করা হয়।
বলিউড শীর্ষ পাঁচ
১ স্ত্রী
২ ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে
৩ গোল্ড
৪ হ্যাপি ফির ভাগ যায়েগি
৫ সত্যমেব জয়তে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।