Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশা আর কুকুরে নাজেহাল লালু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মশা আর কুকুরের উৎপাতে নাজেহাল অবস্থা ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পাওয়ার পর লালুপ্রসাদ যাদব রাঁচির রাজেন্দ্র প্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন। তিনি যে ওয়ার্ডে আছেন তার চারপাশ অপরিচ্ছন্ন। রয়েছে মশার অত্যাচার। আর রাতভর কুকুরের চিৎকার। এ ধরনের পরিবেশে আরো অসুস্থ হয়ে পড়ছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। আরজেডির সাধারণ সম্পাদক ভোলা যাদব বিষয়টি তুলে ধরেছেন। এ ব্যাপারে এরই মধ্যে ওই হাসপাতালের পরিচালকের কাছে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে ভোলা যাদব লিখেছেন, লালুপ্রসাদ যে ওয়ার্ডে আছেন, তার পাশে শৌচালয়ের পাইপ। পাইপের মুখবন্ধ থাকায় দিনভর সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। ফলে আরজেডি প্রধানের স্বাস্থ্যের অবনতি ঘটবে। জীবাণু সংক্রামণের আশঙ্কা রয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ