Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধির ভাতার টাকা কেড়ে নেয়ার অভিযোগ

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৭:১৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০নং শুয়াগ্রাম ইউনিয়নের ৪, ৫, ৬নং মহিলা সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার আলো রানী রায়ের বিরুদ্ধে প্রতিবন্ধির ভাতা কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগী সুমিত্রা জয়ধর বাদী হয়ে মহিলা মেম্বার আলো রানী রায়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধি সুমিত্রা জয়ধর বই নং ২২১৯, ব্যাংক হিসাব নং- ৪৭৩, গত ২৯ আগষ্ট চৌধুরী বাজার কৃষি ব্যাংক শাখা থেকে ৮৪০০/- (আট হাজার চারশত) টাকা প্রতিবন্ধি ভাতা উত্তোলন করে বের হওয়ার সাথে সাথে মেম্বার আলো রানী রায় তার কাছ থেকে ৬,৪০০টাকা জোড় করে কেড়ে নেয়। সুমিত্রা জয়ধর বলেন- আমাকে ভয় দেখিয়ে আলো মেম্বার ৬৪০০/-টাকা কেড়ে নিয়েছে। এ ব্যাপারে মেম্বার আলো রানী রায় বলেন- টাকা নেয়ার কথা সঠিক না, এটা মিথ্যা, আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রিমহল অপপ্রচার চালাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এস,এম মাহফুজুর রহমান বলেন- অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে করে প্রতিবেদন দেয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ