Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রাতারগুলে দুর্বৃত্তদের হানা!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১:৪১ পিএম

দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। গনমাধ্যমের কল্যাণে বিশ্বে এ জলার বনটি পরিচতি লাভ করেছে। রাতারগুল জলার বনের সৌনদর্য্য আরো বাড়ানোর জন্য বন বিভাগ মূর্তা গাছসহ বিভন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রোপণ কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার সকালে থেকে বন বিভাগের ৪৫ জন শ্রমিক মূর্তা গাছের চারা রোপণ করেন।
কিন্তু হঠাৎ করে স্থানীয় এলাকার মক্তার মিয়া, সাব্বির আহমদ, আলাউদ্দিন, মকবুল, আবুল ও শফাত মাইকিং করে গ্রামের মানুষ জড়ো করে। তারা রোপণকৃত চারা ও গাছ উপড়ে নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকার মক্তার মিয়া, সাব্বির, আলাউদ্দিন, শফাতসহ ২০/২৫ জনের একটি চক্র রাতারগুল জলারবন এলাকা দখল করতে চায়। তারই ধারবাহিকতায় রাতারগুল জলার বনে রোপণকৃত গাছ ও চারা আজ এ চক্রটি উপড়ে ফেলেছে।’
এ বিষয়ে তিনি গোয়াইনঘাট থানায় জিডি করেছেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ