Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মান্টো’র জন্য নেওয়াজউদ্দিন সিদ্দিকির সম্মানী ১ রুপি

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চলচ্চিত্র জগতে বন্ধুর জন্য বন্ধুর অনেক অবদান বা উপহার থাকে কিন্তু ‘মান্টো’ চলচ্চিত্রের জন্য শিল্পী কুশলীরা যা করেছেন তার তুলনা হয় না। নন্দিতা দাশ পরিচালিত সাহিত্যিক সাদাত হাসান মান্টোর জীবনী চলচ্চিত্রটির জন্য কুশলীরা একেবারে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। আর, মান্টো চরিত্রের অভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দিকি সম্মানী নিয়েছেন মোটে ১ রুপি। নন্দিতা জানান, নেওয়াজের এই বদান্যতায় তিনি কৃতজ্ঞ। এরপর তিনি জানান নেওয়াজ তার সম্মানীর ধারকাছে না গিয়ে যেভাবে ১ রুপি সম্মানী নেয়ার কথা জানান। ঋষি কাপুর, পরেশ রাওয়াল, রণবীর শোরে, দিব্য দত্ত আর জাভেদ আখতার একেবারে বিনা সম্মানীতে কাজ করেছেন। অভিনয় থেকে চলচ্চিত্র নির্মাণে আগত নন্দিতা জানান ঋষি কাপুর প্রথম সাক্ষাতেই চলচ্চিত্রটিতে অভিনয়ে রাজি হয়ে যান, সম্মানীর ব্যাপারে কোনও কথাই বলেননি। পরেশ রাওয়ালের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। তার ‘ফিরাক’ ফিল্মে পরেশ অভিনয় করেছিলেন; তার চরিত্র নিখুঁতভাবে রূপায়ন করারও প্রশংসা করেন নন্দিতা। তিনি জানান, ভাল অভিনয়শিল্পীরা ভাল প্রজেক্টে কাজ করার জন্য ক্ষুধার্ত থাকে। অর্থের চেয়ে তারা কাজকেই বেশি উপভোগ করে। ‘মান্টো’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখান হয়েছে। ব্যাপক প্রশংসা পেয়েছে ফিল্মটি। ভারতে ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারিত হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ