Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনিয়ন সেবাকেন্দ্র ত্রুটিমুক্ত করুন

| প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

‘জনগণের দোরগোড়ায় সেবা’- এ স্লোগান সামনে রেখে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) যাত্রা শুরু হয়েছিল। ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সব ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র একযোগে উদ্বোধন করেন। গ্রামের মানুষও যে অনলাইন সেবার প্রতি আকৃষ্ট হতে পারে, তার দৃষ্টান্ত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি)। এখন জন্মনিবন্ধনের প্রমাণপত্রের জন্য ইউনিয়ন পরিষদের বারান্দায় অপেক্ষা করতে হয় না; ফটোকপির জন্য দূরেও যেতে হয় না। গ্রামের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারছে। এমনকি চাকরি প্রার্থীরাও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন। মানুষকে এখন আর সেবার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে না, বরং সেবাই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। ইউনিয়ন পরিষদ দেশের প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকার। ইউনিয়ন পর্যায়ে ইউআইএসসি প্রতিষ্ঠার ফলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে একটি অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টি করা সম্ভব হয়েছে। গ্রামীণ মানুষের তথ্যপ্রযুক্তি সেবার ক্ষেত্রে ইউআইএসসি যে ভ‚মিকা রেখেছে, তা এগিয়ে নিতে এ প্রতিষ্ঠানকে ত্রæটিমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে এমনটিই কাম্য।
নজরুল ইসলাম
চাঁদপুর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনিয়ন সেবাকেন্দ্র
আরও পড়ুন