Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি নেতার মদ্যপ পুত্রের গাড়িচাপায় দুই শ্রমিক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের ফুটপাতে ঘুমিয়ে থাকা চার শ্রমিকের ওপর দিয়ে দ্রæতগামী একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় দুই শ্রমিক নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে। ভারতের স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় এক বিজেপি নেতার পুত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনার সময়ে মদ্যপ ছিল ওই চালক। আটক গাড়িটি চালাচ্ছিলেন বিজেপি নেতার ছেলে ভারত ভুষণ মিনা। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেছেন, শুক্রবার গাড়িটি ফুটপাতে ঘুমন্ত মানুষের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। চারজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজন মারা গেছে। অভিযুক্ত চালক হিসেবে আটক হয়েছেন ৩৫ বছর বয়সী ভারত ভুষণ মিনা। ওই সময়ে তিনি মাতাল ছিলেন। তার রক্তে বৈধ মাত্রার চেয়ে নয়গুণ বেশি মাত্রার অ্যালকোহল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার সঙ্গে থাকা বন্ধুরাও মদ পান করেছিলেন। তাদের গাড়িটি প্রথমে গান্ধী নগর রেলওয়ে স্টেশনের ফ্লাইওভারের নিচের রাস্তার ফুটপাতে আঘাত করে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ