Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কিন পদক্ষেপ জনগণের ওপর হামলা : আব্বাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তহবিল বাতিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেন, এই তহবিল বাতিল হলো শাস্তিস্বরূপ। কারণ, এই অঞ্চলের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক ও হতাশার বলে আখ্যায়িত করেছে ইউএনআরডবিøউএ। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তার জনগণের উপর ’হামলা’ হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এ তথ্য জানিয়ে বলেন, ” সমস্যা সমাধানের জন্য এটি কোন পদক্ষেপ হতে পারে না এবং এ অঞ্চলে যুক্তরাষ্টের প্রভাবহীন হয়ে পড়ার প্রবণতা এতে পরিবর্তন হবে না।” তিনি আরও মন্তব্য করেন, ”এ সিদ্ধান্ত জাতিসংঘ চেতনার পরিপন্থী।” ’আনরাওয়া’-র এক মুখপাত্র ক্রিস গানেস ’টুইট’ বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, ”আনরাওয়া এর বিদ্যালয়, স্বাস্থ্য সেবা ও সংকটকালীন সাহয্য সেবা পদক্ষেপ গুলোকে ’সংশোধনের অযোগ্য ত্রæটিপূর্ণ’ বলে নিন্দা করার বিরুদ্ধে আমরা তীব্্র প্রতিবাদ জানাচ্ছি।” এর আগে পাঁচ লাখ ফিলিস্তিনির জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থায় (ইউএনআরডবিøউএ) তহবিল বাতিল করে যুক্তরাষ্ট্র। এই সংস্থাকে অবিশ্বাস্যরকমের ত্রæটিপূর্ণ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বড় ধরনের অসামঞ্জস্যপূর্ণ এই বোঝা আর যুক্তরাষ্ট্র বহন করতে চায় না। উল্লেখ্য, ফিলিস্তিনিদের জন্য গঠিত জাতিসংঘের এই সংস্থার ৩০ ভাগ ব্যয় বহন করতো যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র ২৬৪ মিলিয়ন ডলার তহবিল দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদার নোয়ার্ট জানান, এই বছর জানুয়ারিতে যে ৬০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এরপর আর কোনও তহবিল দেওয়া হবে না। এই সংস্থা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানে কয়েক লাখ মানুষকে সহযোগিতা ও শিক্ষা প্রদান করে থাকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ