Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটিএম যুগ বিদায় আসছে সিআরএম

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ব্যাংকগুলো তাদের প্রথাগত অটোমেটেড টেলার মেশিন (এটিএম) এর স্থলে ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) প্রতিস্থাপন শুরু করেছে। এর ফলে গ্রাহক তার হিসাব থেকে কেবল টাকা উত্তোলন নয়, হিসাবে নগদ টাকা জমাও করতে পারবে। এটিএমে শুধু টাকা তোলাই যায়। কিন্ত সিআরএমে নগদ টাকা জমাও করা যায়। এছাড়াও এই মেশিন নোট গুণতে পারবে, সেগুলো প্রামাণ্য করতে পারবে এবং প্রকৃত সময়েই হিসাবে জমা করতে পারবে। এতে করে ব্যাংক সেবায় কায়িক শ্রমের পরিমাণ কমে যাবে। এ পর্যন্ত সাউথইস্ট, সিটি এবং ইউনাইটেড কমার্শিয়াল-এই তিনটি ব্যাংক ৫৬টি সিআরএম স্থাপন করেছে। আগামী এক বছরে আরো ১৬৬টি সিআরএম স্থাপনের ব্যবস্থা নেয়া হচ্ছে। সাউথইস্ট ব্যাংক ঢাকা নগরীতে ১২টি সিআরএম স্থাপন করেছে। আগামী বছর মার্চের শেষ নাগাদ তারা আরও ৫০টি মেশিন স্থাপন করবে। ব্যাংকের হেড অব কার্ডস আবদুস সবুর খান একথা জানান। খুচরা বিক্রেতারাও এই নতুন প্রযুক্তি থেকে উপকৃত হবে। তারা তাদের দৈনিক বিক্রয়লব্ধ টাকা সিআরএম এ জমা করতে পারবে। ‘দিন শেষে দোকান বন্ধ করার পর তাদের টাকা নিরাপদ স্থানে চলে যাবে’ বলেন- সবুর খান। এই সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে এবং এ সুবিধা গ্রহণের জন্য গ্রাহককে কোন অতিরিক্ত সেবা মাশুল দিতে হবে না বলে জানান আবদুস সবুর খান। সিটি ব্যাংক আর কোন নতুন প্রথাগত এটিএম স্থাপন করবে না বলে জানিয়েছেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন। ব্যাংকটি এ পর্যন্ত ১০টি সিআরএম স্থাপন করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশে প্রথম সিআরএম স্থাপন করে। ব্যাংকটি গত বছর জানুয়ারিতে পাইলট প্রকল্পের আওতায় নারায়নগঞ্জের রূপগঞ্জে ভ‚মি নিবন্ধন অফিসের কাছে প্রথম সিআরএম স্থাপন করে।
ব্যাংকের গ্রাহকরা খুব কম সময়ের মধ্যেই নতুন প্রযুক্তিটি গ্রহণ করে। এর ফলে ব্যাংকগুলো ব্যাপকভাবে সিআরএম স্থাপনে আগ্রহী হয়ে ওঠে বলে ইউসিবিএল এর একজন কর্মকর্তা জানান। ইউসিবিএল এ পর্যন্ত সারাদেশে ৩৪টি সিআরএম স্থাপন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ