Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় ছেলের সঙ্গে ববিতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা বর্তমানে কানাডার টরেন্টোর ওয়াটার লু’তে আছেন একমাত্র ছেলে অনিকের সঙ্গে। গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে তিনি ছেলের কাছে গিয়েছিলেন। সেখানে একান্তে মা ও ছেলে সময় কাটাচ্ছেন। অনিক এখনো পড়াশুনা নিয়ে ব্যস্ত। তাই মা হিসেবে দায়িত্বের জায়গা থেকে একটি নির্দিষ্ট সময়ে ববিতাকে কানাডায় যেতে হয়। অনিকের পাশে থেকে তার দেখ ভাল করতে হয়, সে কারণেই বছরে অন্ততঃ দু’বার ববিতাকে কানাডায় যেতে হয়। এবারও সে কারণে যাওয়া। ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মাঝে মধ্যে তিনি শখ করে মাছ ধরতেও বেরিয়ে পড়েন আশেপাশে। একমাত্র ছেলে অনিক এবং চাচাতো বোনদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন কাছে কোথাও। দীর্ঘ সময় নিয়ে তিনি মাছ ধরাতে ব্যস্ত থাকেন। মুঠোফোনে কথা হয় ববিতার সঙ্গে। ববিতা বলেন,‘ অনিকের সঙ্গে খুউব সুন্দর সময় কাটছে আমার। সত্যি বলতে কী অনিকইতো আমার পুরো পৃথিবী। তাকে নিয়েই আমার স্বপ্ন। তাই তার কাছে থাকতেই আমার ভালোলাগে। আবার এটাও সত্যি যে বাংলাদেশে আমার জন্মস্থান, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় আমি আজকের ববিতা হয়েছি, তাদের জন্যও মনটা দেশে ফিরে যাবার জন্য প্রায়ই ব্যাকুল হয়ে উঠে। খুব মিস করি আমার চলচ্চিত্র পরিবারের মানুষদের। তারপরও জীবনের নিয়মে, ভালোবাসার টানে, মমতার বন্ধনে অনিকের কাছে থাকতেই যেন বেশি ভালোলাগে। অনিককে নিয়ে এইতো কয়েকদিন আগে মাছ ধরতে বেরিয়েছিলাম, মাছ ধরেছিও আমি। ভীষণ ভালোলেগেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’ ববিতা জানান ১০ সেপ্টেম্বর তিনি আমেরিকায় যাবেন দুই ভাই স্বপন ও লিটনের সঙ্গে সময় কাটাতে। সেখানে কিছুদিন থাকার পর আবার কানাডায় যাবেন তিনি। সেখানে ছেলের সঙ্গে আরো কিছুদিন থাকার পর অক্টোবরের শেষপ্রান্তে তিনি দেশে ফিরবেন। এদিকে ববিতা বেশ কয়েকবছর হলো চলচ্চিত্রে অভিনয়ই করছেন না। গল্প এবং চরিত্র তার মনের মতো না হলে তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ববিতা

১৯ নভেম্বর, ২০২১
৩০ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ