রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরিশাল- ২ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া পাবলিক লাইব্রেরীতে সাংবাদিকদেও সাথে মতবিনিময়ের সময় খোলা মেলা কথা বললেন। তার মূল স্লোগান আওয়ামী লীগের ‘প্রার্থী যেই হোক নৌকায় ভোট দিন’। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করে দেশকে উন্নয়নের মহাসড়কে দাড় করিয়েছেন। এ ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই।
সৈয়দা রুবিনা আক্তার মীরার পৈত্রিক বাড়ী গৌরনদী উপজেলায়। তিনি স্কুল জীবন থেকেই রাজনীতি করেন । বদরুন্নেছা কলেজ শাখা ছাত্র লীগের সাধারন সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। এসময় ছাত্রলীগের অন্যতম কেন্দ্রীয় নেতা, উজিরপুর উপজেলার রত্মপুর শোলক এলাকার বাসিন্দা মোশারফ হোসেন রাজার সঙ্গে তার বিয়ে হয়্। এর পর থেকে তার ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। জেল খেটেছেন একাধিকবার। পেশায় আইনজীবি মীরা এলাকার মানুষের কল্যানে নিজকে নিয়োজিত রেখে চলেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার জন্য সংগঠনের কাছে মনোনয়ন চাইবেন বলে জানান। এ সময় প্রেস ক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম, সহ সভাপতি আনিসুর রহমান মিলন, সম্পাদক পার্থ চন্দ, সিনিয়র সদস্য মোঃ নজরুল ইসলাম, গোলাম মাহমুদ রিপন সহ ইলিয়াস শেখ, মোঃ টপু, সৈয়দ নুরুজ্জামান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।