Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ সিন্ডিকেটের বিচার বায়রা গঠনতন্ত্র অনুযায়ী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চিহ্নিত দশ সিন্ডিকেট মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা ১৪শ’ রিক্রুটিং এজেন্সি’র রুটি-রুজি কেঁড়ে নিয়েছে। সিন্ডিকেট চক্র পেশিশক্তি ও অর্থশক্তি দিয়ে আসন্ন বায়রা নির্বাচনকে দখল করার পাঁয়তারা করছে। বায়রা নির্বাচনের পর বায়রা সংবিধান অনুযায়ী দশ সিন্ডিকেটের বিচার করা হবে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ ঢাকা রির্পোটার্স ইউনিটি সাগর-রুনী হলে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ একথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্যানেল প্রধান শফিকুল আলম (ফিরোজ)। এতে আরো উপস্থিত ছিলেন, বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব মনছুর আমদ কালাম, এস এ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল আলীম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বারাকাত ভূঁইয়া, সাবেক যুগ্ম মহাসচিব -১ আলহাজ আবুল বাশার, দাতো এবাদত হোসাইন, ফোরাব সভাপতি মো: টিপু সুলতান, আল খামিছ ওভারসীজের স্বত্বাধিকারী ফরিদ আহমদ ও সিরাজ উদ্দিন।
প্যানেল প্রধান শফিকুল আলম ফিরোজ বলেন, নূর আলী’র পরামর্শে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা গত ১৪ আগস্ট গুলশানস্থ তার অফিসে আমাদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী দোহাই দিয়ে বায়রা নির্বাচন করা যাবে না বলে হুমকি ধমকি দিয়েছেন। তার মতে বায়রার সাবেক সভাপতি ও দশ সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বেনজীর আহমদের নেতৃত্বে বিনা ভোটে বায়রার কমিটি করতে হবে। তিনি বলেন, কোনো প্রকার হুমকি ধমকিতে বায়রার নির্বাচন বন্ধ করা যাবে না। কোনো ভাবেই নির্বাচনবিহীন বায়রা গঠন করতে দেয়া হবে না।
তিনি বলেন, বায়রা নির্বাচনে আমাদের প্যানেল বিজয়ী হলে কথিত সউদীর ড্রাপ বক্স এবং কোনো দেশেই জনশক্তি রফতানিতে সিন্ডিকেট বরদাশত করা হবে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ প্রতিযোগিতামূলক শ্রমবাজার চান বলেই চিহ্নিত দশ সিন্ডিকেটের এসপিপিএ বন্ধ করে দিয়েছেন। শিগগিরই মালয়েশিয়ায় সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের সুযোগ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান বায়রা নির্বাচন পরিচালনা কমিটি’র ভূমিকা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করে বায়রা নির্বাচন থেকে সরে আসার সুযোগ নেই বলেও ফিরোজ উল্লেখ করেন। তিনি আগামী ৩ সেপ্টেম্বর বায়রা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে সকলের সহযোগিতা চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ