পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ করার অনুমতি পেল চট্টগ্রাম মহানগর বিএনপি। লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করার পর গতকাল (বৃহস্পতিবার) বিকেলে তিন শর্তে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বলেন, কিছু শর্তে বিএনপিকে নূর আহমদ সড়কের দলীয় কার্যালয়ে সমাবেশের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাদের লালদীঘিতে সমাবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর নগরীর লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে গত ১৯ আগস্ট নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার বরাবর আবেদন করে নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ ইদ্রিস আলী। নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আমরা এখনও লালদীঘিতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করার ব্যাপারে আশাবাদী। পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। লালদীঘিতে সমাবেশের সব প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছি। বিকল্প হিসেবে দলীয় কার্যালয়ে সমাবেশ করার প্রস্তুতি নিয়ে রেখেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।