রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলিসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দিয়ে কোরবানির পশুর চামড়া যাতে ভারতে পাচার হতে না পারে, সে ব্যাপারে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাড়তি টহল এবং সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে করে সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ২০ ব্যাটালিয়নের আওতাধীন হিলি সাড়ে ৪১ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে ২২ কিলোমিটার এলাকা কাঁটা তারের বেড়া থাকলেও ১৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে উন্মুক্ত। আর এই চিহ্নিত এলাকা নজরদারিতে রেখেছে বিজিবি।
বিজিবি ২০ ব্যাটালিয়ন জয়পুরহাট অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে ঈদের পনের দিন আগে থেকে এবং ঈদের পনের দিন পর পর্যন্ত সীমান্ত কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।