Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ সেপ্টেম্বর সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

আগামী ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে জনসভা করতে পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। গতকাল (বুধবার) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে আজকে আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আলাপ করেছেন। কথাবার্তার পর পুলিশ কমিশনার ১ সেপ্টেম্বর নয়াপল্টনে র কার্যালয়ের সামনে জনসভার মৌখিক অনুমতি দিয়েছেন। ওইদিন বেলা ২টায় জনসভা শুরু হবে বলে জানান রিজভী। রিজভী বলেন, পুলিশের অনুমতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি মীর হোসেন মীরু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে কথা বলার পর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টন দুটি স্থান উল্লেখ করে অনুমতি চেয়েছিলাম। পুলিশ নয়াপল্টনে সমাবেশের জন্য অনুমতি দিয়েছে। ওই দিন দুপুর ২টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।
বিএনপির সহ-সাংগঠনিক (ঢাকা বিভাগ) সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, এবার আমরা কয়েকদিন আগে সমাবেশের আগে অনুমতি পেয়েছি। আশা করছি সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। লাখ লাখ মানুষ বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবি বিএনপি জানিয়ে আসছে তার প্রতি সমর্থন জানাবে। ####



 

Show all comments
  • ৩০ আগস্ট, ২০১৮, ১:৩০ এএম says : 0
    Ak tarik somabese gele bage kabe tik e mone rekoএখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply
  • modi kohen ৩০ আগস্ট, ২০১৮, ১২:৩৭ পিএম says : 0
    বিএনপির দৌড় সংসদ ভবন না নয়া পল্টনে তাদের অফিস পর্যন্ত সেটাই দেখা যাবে ১লা সেপ্টেম্বর ২০১৮ সালে ///
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ