Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ুদূষণে বুদ্ধিমত্তা হ্রাস পায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বায়ুদূষণের কারণে ব্যাপক হারে বুদ্ধিমত্তা হ্রাস পায়। যুক্তরাষ্ট্র ও চীনের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন, বয়স বাড়ার সাথে সাথে বায়ুদূষণের কারণে মানুষের দেহের ওপর নেতিবাচক প্রভাব বাড়তে থাকে এবং স্বল্পশিক্ষিত মানুষের ওপর এর প্রভাবটা সবচেয়ে বাজে। গবেষণায় চার বছরে চীনের প্রায় ২০ হাজার মানুষের গাণিতিক ও বাচনিক দক্ষতা পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষকদের বিশ্বাস এই ফলাফলে বৈশ্বিক প্রাসঙ্গিকতা রয়েছে। বিশ্বের নগরগুলোর ৮০ শতাংশের বেশি বাসিন্দা অনিরাপদ মাত্রার বাতাস নিঃশ্বাসে গ্রহণ করে। বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও ১০ মাইক্রোমিটারের ছোট বস্তুকণার উপস্থিতির ওপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তবে এই উপাদানগুলোর কোনটি কতটুকু দায়ী তা বলা হয়নি। গবেষক দলের সদস্য শি চেন বলেন, ‘দূষিত বায়ু এক বছরে প্রত্যেকের শিক্ষার মাত্রা কমিয়ে দেয়।’ তিনি বলেন, ‘তবে আমরা জানতে পেরেছি প্রভাবটা সবচেয়ে বাজে হয় বয়স্ক মানুষদের বিশেষ করে যাদের বয়স ৬৪ এর বেশি ও পুরুষ এবং যারা স্বল্প শিক্ষিত তাদের ওপর। আমরা যদি এর হিসেব করি তাহলে এটা কয়েক বছরের শিক্ষার সমপরিমাণ হবে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অদৃশ্য হত্যাকারী হিসেবে বায়ুদূষনের কারণে এক বছরে ৭০ লাখ লোকের অকাল মৃত্যু হয়। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ুদূষণ

২৫ জানুয়ারি, ২০২৩
২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ