মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটির উত্তর দিনাজপুর, পুরুলিয়া ও ২৪ পরগণা জেলায় সংঘর্ষে এরইমধ্যে ৫ জনের প্রাণহানির খবর জানা গেছে। নিহতদের মধ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তিন সদস্য রয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদন থেকে হতাহতের এ সংখ্যা জানা গেছে। গত মে মাসে ৮০ শতাংশ পঞ্চায়েত বোর্ড গঠনের কাজ শেষ হয়। বাকি ২০ শতাংশ বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে গত ২৪ আগস্ট থেকে। তৃণমূল কংগ্রেস যেসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে, সেগুলোতে পুনঃনির্বাচন হবে না বলে সুপ্রিম কোর্টের রুল জারির পর এ কাজ শুরু হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।