বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পাজেরো জিপের ধাক্কায় পাভেল সবুজ (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৯ আগস্ট) বেলা সোয়া ১২টায় চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের দরগাহ গেইটে কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর মালিকানাধীন পাজেরো জিপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নবীউল আরাফাত নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত যুবক চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ডিঘর পানখালী গ্রামের জানে আলেমের ছেলে এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। আহত যুবকও একই গ্রামের শাহ আলমের ছেলে এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের সেক্রেটারি।
প্রত্যক্ষদর্শী চকরিয়া আওয়ামী লীগ নেতা ওসমান বলেন, জেলা পরিষদ সদস্য লিটু নিজ গাড়িতে করে কক্সবাজার যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিকে মোটরসাইকেলে করে দুই যুবক চকরিয়ার পথে ছিল। এসময় বিপরীতমুখী দু'টি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা আহত হয়। পরে তাদের উদ্ধার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল মেডিকেল অ্যাসিসটেন্ট সুমন বলেন, আহত আসাদের অবস্থা আশঙ্কাজনক। যেকোন মুহূর্তে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে।
ডুলহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসাইন বলেন, জিপের মালিক জেলা পরিষদ সদস্য জাহেদুল লিটু। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টিই জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।