Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্পের জন্য বাঁচল দেড় হাজার লঞ্চযাত্রী

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১:০৮ পিএম

কা‌র্গোর সঙ্গে মু‌খোমুখি সংঘ‌র্ষে বরগুনা থে‌কে‌ ঢাকাগামী ‘শাহরুখ-১’ ল‌ঞ্চটির তলা ফে‌টে গেছে। এতে দেড় হাজার যাত্রীবাহী ল‌ঞ্চটিতে প্রচুর পা‌নি ঢুক‌তে থাকে। একপর্যায়ে লঞ্চ‌টি ব‌রিশাল নৌবন্দ‌রে নোঙর ক‌রে যাত্রীদের না‌মি‌য়ে দেওয়া হয়। পাশাপা‌শি লঞ্চ‌টির যাত্রাও স্থ‌গিত করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইড‌ব্লিউ‌টিএ) কর্মকর্তারা।

মঙ্গলবার রাত ৮টায় ঝালকা‌ঠির গাবখান চ্যা‌নে‌লে এই সংঘর্ষের ঘটনা ঘ‌টে। পরে যাত্রীদের চাপে রাত ১০টায় বরিশাল নদীবন্দরে লঞ্চটি নোঙর করা হয়।

যাত্রীরা জানায়, ঝালকা‌ঠির গাবখান চ্যা‌নে‌লে রাত ৮টার দি‌কে ‘শাহরুখ-১’ লঞ্চ‌টির সঙ্গে কা‌র্গোর মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় লঞ্চ‌টির তলা ফে‌টে ভিতরে পা‌নি প্রবেশ করতে থা‌কে। কিন্তু সেসময় যাত্রীরা অনেকবার লঞ্চটির মাস্টার‌কে নোঙর কর‌তে বললেও তিনি তা শুনেননি।

যাত্রীদের অভিযোগ, প্রথম থে‌কেই সার্চলাইট না জ্বা‌লি‌য়ে বেপ‌রোয়াভা‌বে লঞ্চ চালা‌চ্ছি‌লেন মাস্টার। একপর্যা‌য়ে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু কর‌লে মাস্টার বাধ্য হ‌য়ে ব‌রিশাল নদীবন্দ‌রে লঞ্চ‌টি নোঙর করেন এবং যাত্রীরা নেমে যায়। পরে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও থানা পুলিশ লঞ্চটির যাত্রা স্থগিতের নির্দেশ দেয়।

‘শাহরুখ-১’ ল‌ঞ্চের মাস্টার উজির আলী বলেন, ‘কার্গোর সঙ্গে সংঘর্ষে লঞ্চটির তলায় সামান্য অংশ ফে‌টে গি‌য়ে‌ছিল। এতে কো‌নো সমস্যা হতো না। ত‌বে যাত্রী‌দের কারণে লঞ্চ নোঙর করা হ‌য়ে‌ছে।’

ব‌রিশাল বিআইড‌ব্লিউ‌টিএর নৌনিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভা‌গের উপপ‌রিচালক আজমল হুদা মিঠু সরকার ব‌লেন, নৌপ‌রিবহন অধিদপ্ত‌রের শিপ সা‌র্ভেয়াররা লঞ্চ‌টি পর্য‌বেক্ষণ কর‌ছেন। পূর্ণাঙ্গ সা‌র্ভে না করা পর্যন্ত লঞ্চ‌টি‌কে যাত্রার জন্য উপ‌যো‌গী বলা যা‌চ্ছে না। তাই লঞ্চ‌টির যাত্রা বা‌তিল করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি যে‌কো‌নো অবস্থা‌তেই লঞ্চ‌টি‌কে ব‌রিশাল নদীবন্দর থেকে অন্য কোথাও না নেওয়ার জন্য নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। লঞ্চ‌টি এই অবস্থায় চললে মেঘনা নদী‌তে গি‌য়ে বড় দুর্ঘটনার মুখে পড়তে পারত।

এ ছাড়া যাত্রীদের ব্যাপারে উপপ‌রিচালক বলেন, বিকল্প লঞ্চ না আসা পর্যন্ত অর্থাৎ বুধবার সকাল (আজ সকাল) পর্যন্ত যাত্রীদের বন্দ‌রে অথবা ল‌ঞ্চে অবস্থান নি‌তে হ‌বে। এ ক্ষে‌ত্রে নৌপু‌লিশ ও থানা পু‌লিশ নিরাপত্তার জন্য সারা রাত বন্দ‌রেই থাক‌বে ব‌লে সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ