Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১:৩৬ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হক জানান, ঢাকার সিটিং সার্ভিস (চন্দ্রা-গুলিস্তান) আজমেরী গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রায়গঞ্জের ষোলমাইলে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে আহত অবস্থায় ২২ বাসযাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতের মধ্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ