বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুর কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে ওই কর্মকর্তা এই প্রত্যাহারের আদেশ জানতে পারেন। হাইওয়ে পুলিশের বগুড়া জোন অফিসের এএসপি মোজাম্মেল হোসেন তার প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন। এএসপি মোজাম্মেল হোসেন জানান, গত ২৫ আগস্ট কদিমচিলান নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে লেগুনার মুখোমুখী সংঘর্ষে লেগুনার ১৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে আনা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জিএম সামসুন নূরের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি আক্ষেপের সাথে জানান, কর্তৃপক্ষ যা ভালো মনে হয়েছে তা করেছে। আমি তো আর দুর্ঘটনা ঠেকাতে বুক মহাসড়কে পেতে দিতে পারি না। দুর্ঘটনা যেমন বলে-কয়ে আসে না তেমনি আমার ট্রান্সফার বা ভাগ্যের লিখন বলে-কয়ে আসবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।