Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমে সাড়া না দেয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

 সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় গতকাল সোমবার সকালে প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় এনায়েত উল্যা মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী তাহমিনা আক্তার আইরিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনার জন্য আহত কলেজ ছাত্রী স্থানীয় যুবলীগ নামধারী ক্যাডার ডালিম ও তার সহযোগী সোহাগ কে দায়ী করেছে।

জানা গেছে, বিগত কিছুদিন ধরে তাহমিনা আক্তার আইরিনকে বখাটেরা উত্যক্ত করে আসছিলো। ওই সময় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে চাইলে স্থানীয় চেয়ারম্যান মামলা করতে নিষেধ করে এবং বিচার করবে বললে ওই সময়ের জন্য বখাটেরা পার পেয়ে অবশেষ হামলা করার সাহস পায় বলে জানিয়েছে বিশিষ্টজনরা। এ ব্যাপরে সোনাগাজী মডল থানার ও সি মোয়াজেম হোসেন জানান, বখাটে যুবলীগ কর্মীদের গ্রেফতারের অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ