Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপালের উপর হামলার বিচার দাবি

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

রাজশাহী গোদাগাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা। পনের দিনের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নইলে তারা বৃহত্তর কর্মসুচি দিবে বলে ঘোষনা দেন। একজন এমপির উপস্থিতিতে অধ্যক্ষ মারধরের শিকার হবেন তা মেনে নেয়া যায়না।
গতকাল সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, প্রিন্সিপাল রাজকুমার সরকার, আবদুল বারী, আবদুর রাজ্জাক, আমিনুর রহমান, রেজাউল ইসলাম, অধ্যাপক মাহ্বুবুর রহমান প্রমুখ।
তারা বলেন, অধ্যক্ষ আবদুর রহমানকে মারধরের যারা জড়িত তাদের আগামী ১৫ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনায় দুই ধরনের তদন্ত কমিটি গঠন করতে হবে। একটি শিক্ষ মন্ত্রাণালয়ের অধীনে এবং অপরটি স্থানীয়ভাবে। জনপ্রতিনিধির উপস্থিতিতে একজন কলেজ অধ্যক্ষ মারধরের শিকার হবেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ