প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘আদব মোহাব্বতে গড়ে তুলি প্রেমময় বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে খেয়ালীর অকাল প্রয়াত নাট্যকর্মী মো. ইউনুস স্মরণে খেয়ালী নাট্য গোষ্ঠী আয়োজন করছে চার দিনব্যাপী মূল্যবোধের নাট্যরজনী। আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চারদিন ব্যাপী প্রতিদিন বিকেল ৬টা থেকে এই নাট্যরজনী আয়োজিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো, আবুল হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ, আ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল নাট্যজন চন্দন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাট্যজন এ. কে. এ. কবীর। এই আয়োজন সম্পর্কে খেয়ালী নাট্য গোষ্ঠীর সভাপতি কবীর জানান, মোঃ ইউনুস দলের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। ক্যান্সারের কাছে পরাজিত হয়ে তার এভাবে আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা সবাই অত্যন্ত ব্যথিত। তার অভাব অপূরণীয়। এই নাট্য রজনীর মাধ্যমে আমরা তাকে স্মরণ করতে চাই। চারদিনব্যাপী মূল্যবোধের এই নাট্য রজনীতে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রতিদিন এক টিকেটে তিনটি নাটকের প্রদর্শনী করা। প্রতিদিন তিনটি করে দল এই আয়োজনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই নাট্য আয়োজনে আয়োজক খেয়ালী নাট্য গোষ্ঠী তিন দিন তিনটি নাটক : যুদ্ধ, যুদ্ধ!, বটতলার পাগলা এবং ফকির আলীর গায়েবী জানাযা মঞ্চায়ন করবে। আয়োজক দলের নাটকের পাশাপাশি আরো মঞ্চায়িত হবে বাঙলা নাট্যদলের নাটক ‘মেঘ’, চন্দ্রকলা থিয়েটারের ‘স্বপ্নের তরী’, সংলাপ গ্রুপ থিয়েটারের ‘মানব সুরৎ’, রঙ্গণা নাট্য গোষ্ঠীর ‘কালের স্বাক্ষী’, স্বরবীথি থিয়েটারের ‘শাস্তি’, অবয়ব নাট্যদলের ‘নিশূন্য অঞ্চল’, সুষম নাট্য সম্প্রদায়ের ‘গয়না’ এবং মুক্তালয় নাট্যাঙ্গণের ‘মুক্তি’। পুরো আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।