Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দশকে নাট্যদল প্রাঙ্গণেমোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৩ এএম

প্রাঙ্গণেমোর নাট্যদল ২০ বছরে পদার্পন করেছে। ২০০৩ সালের ৬ মে নাট্যদলটি প্রতিষ্ঠিত হয়। এর মাঝে দলটি ১৫টি প্রযোজনা মঞ্চে এনেছে, যা দর্শকনন্দিত হয়েছে। এছাড়া দেশ ও দেশের বাইরে সাফল্যের সাথে ১১টি নাট্যোৎসবের আয়োজন করেছে। দলের ২০তম জন্মদিন গতকাল সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘হাছনজানের রাজা’ নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু। এছাড়া আরও অভিনয় করেছেন, আউয়াল রেজা, সাগর রায়, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, রাহুল, সুমন, প্রকৃতি, প্রীতি ও বাঁধন। আজ সন্ধ্যা ৭টায় একই হলে ররীন্দ্রনাথের ১৬১তম জন্মদিন উপলক্ষে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা, নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা, পোষাক পরিকল্পনা, মেকআপ ও গেটআপ পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস ও সরোয়ার সৈকত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই দশকে নাট্যদল প্রাঙ্গণেমোর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ