Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসুদ মঞ্চে চারদিন ব্যাপী নাট্যোৎসব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

‘পলি মাটির এই দেশে আছি আমরা মিলেমিশে’ স্লোগান নিয়ে দনিয়ার প্রয়াত নাট্য ও সাংস্কৃতি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ চৌধুরীর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে, মাসুদ মঞ্চের আয়োজনে দনিয়ার সহজ পাঠ স্কুলে (মাসুদ মঞ্চে), ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী উদযাপিত হবে মাসুদ নাট্যোৎসব। নাট্যোৎসবে রয়েছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঞ্চ নাটক। স্মৃতিচারণ পর্বে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম এবং অভিনেতা টুটুল চৌধুরী সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সম্মানিত অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সালমা ডলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ঝুনা চৌধুরী, ফজলুর রহমান বাবু, মোঃ শাহ্ নেওয়াজ, মাসুদ আলম বাবু, এইচ আর অনিকসহ আরো অনেকে। নাট্যোৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। উৎসবে মাসুদ স্মৃতি মানপত্র পাঠ করবেন উৎসবের সদস্য সচিব তারিকুল ইসলাম সবুজ। আলোচনা পর্বের শেষে উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল আরণ্যক প্রযোজিত, মামুনুর রশীদ রচিত এবং নির্দেশিত নাটক ‘কহে ফেসবুক’। দ্বিতীয় দিনে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে এস এম সোলায়মান রচিত ও নির্দেশিত নাটক কোর্ট মার্শাল’। উৎসবের তৃতীয় দিনে মঞ্চায়িত হবে নাট্যদল চন্দ্রকলা প্রযোজিত, এইচ আর অনিক নির্দেশিত এবং অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটক ‘শেখ সাদী’। উৎসবের সমাপনি দিন ৫ ডিসেম্বর থাকবে খেয়ালী নাট্যগোষ্ঠী ও রঙ্গপীঠ নাট্যদলের পরিবেশনায় পথ নাটক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাট্যোৎসব

২৩ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ