Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নভেম্বরে ইতালিতে দীপিকা-রণবীরের বিয়ে!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:৫৪ এএম

জানা গেছে একেবারে বাছাই করা কয়েকজন অতিথির উপস্থিতিতে ২০ নভেম্বর বলিউডের দুই অভিনয়শিল্পী দীপিকা পাডুকোন আর রণবীর সিং বিয়ে করতে যাচ্ছেন। সঞ্জয় লিলা ভানসালির 'রাম লীলা : গোলিয়োঁ কি রাসলীলা' চলচ্চিত্রের শুটিং চলার সময় এই দুজন অন্তরঙ্গ হন। সেই থেকেই তাদের বিয়ে নিয়ে গুজব চলছেই। শেষ পর্যন্ত তা ঘটতে যাচ্ছে বলেই মনে হয়। ফিল্মফেয়ার সাময়িকী জানিয়েছে ইতালির লেক কোমোতে মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে তারা বিয়ে করবেন। বিয়ের পর ভারতে ফিরে ঘটা করে তারা বিবাহোত্তর অনুষ্ঠান করবেন। দুই তারকার পক্ষ থেকে এই বিষয়ে কোনও আভাস পাওয়া যায়নি। কবে, অভিনেতা কবির বেদি তার টুইটে দুজনকে আসন্ন বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন এবং একই সঙ্গে ইতালির লেক কোমো এলাকার প্রশংসা করেছেন। রণবীর (৩৩) এবং দীপিকা (৩২)সরাসরি তাদের সম্পর্কের কথা স্বীকার না করলেও সোশাল মিডিয়াতে তারা তাদের অন্তরঙ্গে ছবি প্রকাশ করে কিছুটা পরোক্ষ ভাবে হলেও তা মেনে নিয়েছেন। দুজনই পারস্পরিক প্রশংসাসূচক মন্তব্য করে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং মন্তব্য করেছেন অন্যজন তার জীবনে আশীর্বাদের মত। তারা দুজন এক সঙ্গে 'রাম লীলা : গোলিয়োঁ কি রাসলীলা', ‘বাজবরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীপিকা

২৩ জানুয়ারি, ২০২১
১৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ