Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষা বাড়লো রোনালদোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

সিরিএ’তে চলতি মৌসুমে দ্বিতীয় ম্যাচ খেলল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। দলের হয়ে দুটি ম্যাচেই মাঠে নেমেছেন হালের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এখনও জালের ঠিকানা খুঁজে পাননি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। কিন্তু তাতেও থেমে নেই তুরিনদের জয়রথ। ল্যাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফিরে অভিষেক গোল পেতে মরিয়া হয়ে পড়েন রোনালদো। ম্যাচের ৭১ মিনিটে সেই সুযোগও আসে। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া জোরালো শট সেভ করেন লাৎসিওর গোলরক্ষক। এরপর ম্যাচের ৭৫ মিনিটে আবারও সুযোগ পেয়ে যান তিনি। ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল থেকে সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিআর সেভেন। তবে ফিরে আসা বল থেকে গোলের সুযোগ হাতছাড়া করেননি মানজুকিচ। গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ান তারকা। আর তাতেই ২-০ গোলের জয় পেয়ে যায় জুভেন্টাস।
দিনের অপর ম্যাচে এসি মিলানের বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে নাপোলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ