Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

‘রেকর্ড আমার পেছনে ছোটে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০০ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ডের বরপুত্র বললে বেশি হবে না। একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সেও থামার কোনো ইঙ্গিত নেই তার। সামনের দিনগুলোতে তাই আরও অনেক রেকর্ড রোনালদোর সামনে লুটিয়ে পড়বে তা হলফ করেই বলা যায়। তবে এতসব রেকর্ড নিজের করে নিতে তাকে খুব একটা কষ্ট করতে হচ্ছে না, বরং এসব আপনিতেই তার কাছে ধরা দিচ্ছে বলে মনে করেন এই পর্তুগিজ অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন, গত বছর পর সব ধরনের ফুটবলের গোলের হিসাবেও সবাইকে ছাড়িয়ে  গেছেন রোনালদো। এছাড়া সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক রেকর্ডের মালিক তিনি। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই মহা তারকা। নতুন নতুন রেকর্ড গড়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন,‘দেখুন আমি রেকর্ডের পেছনে ছুৃটি না, রেকর্ড আমার পেছনে ছোটে।  রেকর্ডগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে।’








 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিশ্চিয়ানো রোনালদো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ