মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় পার্লামেন্টের বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতি দৃষ্টি নেই তাঁর। স্থানীয় সময় শনিবার ইংল্যান্ডের রাজধানী লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আমার সেদিকে দৃষ্টি নেই। আমি নিজেকে আদর্শিক লড়াইয়ের একজন লড়াকু হিসেবে বিবেচনা করি এবং আমার মধ্যে এই পরিবর্তন এসেছে ২০১৪ সালের পর। আমি অনুধাবন করতে পারি, ভারতীয় রাষ্ট্রে একটা ঝুঁকি বিদ্যমান।’ তিনি বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি, কীভাবে ভারতীয় প্রাতিষ্ঠানিক কাঠামো রক্ষা করব এবং কীভাবে আমি নিশ্চিত করতে পারি, যে দেশকে আমি ভালোবাসি, সেটা একসঙ্গে কাজ করবে।’ এর আগে গত মাসে সাংবাদিকরা কংগ্রেস প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। এর জবাবে তিনি বলেন, ‘কেন নয়।’ উন্নাও ধর্ষণ মামলা এবং পলাতক নীরব মোদি ও বিজয় মালিয়া প্রসঙ্গে চুপ থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে ভারতে কোনো উন্নয়ন হয়নি বলে প্রধানমন্ত্রী মোদি প্রত্যেক নাগরিককে অপমান করছেন। রাহুল বলেন, ‘যখন প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কিছুই করা হয়নি। তিনি প্রত্যেক ভারতীয় নাগরিকের পূর্বপুরুষদের অপমান করেন, যাঁরা কঠোর পরিশ্রম করে এই দেশ গড়ে তুলেছেন। আজ ভারতে বর্ণ ও ধর্মের কারণে মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যেখানে অনিল আম্বানির মতো ধনীরা লাভবান হচ্ছেন। চীন দিনে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করছে আর ভারতে দিনে ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।’ এর আগে গত শুক্রবার লন্ডনেই এক অনুষ্ঠানে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের মতোই আরএসএস। রাহুল গান্ধী বলেন, ‘আরএসএস ভারতের প্রকৃতি বা চরিত্র বদলানোর চেষ্টা করছে। ভারতের আর কোনো সংগঠন নেই, যারা সব প্রতিষ্ঠান দখল করতে চায়।’ কংগ্রেস সভাপতি আরো বলেন, তাঁর দল ভারতের মানুষকে ঐক্যবদ্ধ রাখে আর বিজেপি-আরএসএস তাদের বিভক্ত করে, তাদের মধ্যে ঘৃণা ছড়ায়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।