Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের সমবেদনা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের টুইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক টুইটে বাংলাদেশ সফরকালে রোহিঙ্গাদের দুর্দশার যে চিত্র দেখে গেছেন তা উল্লেখ করেন। সেই সাথে রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিশ্বব্যাপী একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, গত মাসে রোহিঙ্গা শরনার্থীদের থেকে আমি যে দুঃখজনক ঘটনা শুনেছি তা এখনো আমার কাছে জীবন্ত মনে হচ্ছে। এ টুইট বার্তায় তিনি আন্তর্জাতিকভাবে এ সমস্যা মোকাবিলার আহবান জানান। জাতিসংঘের কর্মকর্তাদের একটি দল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির ভ্রমণ শেষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সে প্রতিবেদন তুলে ধরেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ