Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে বৈঠক

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারে বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের অধিনায়কগণ মতামত ব্যক্ত করেন।
মিয়ানমার থেকে সৌজন্য সাক্ষাৎ শেষে টেকনাফে ফিরে টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিপির জীম্বংচং ক্যাম্পে মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ-মিয়ানমার অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের পক্ষে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এবং মিয়ানমারের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধিনায়ক লেঃ কর্ণেল নায়মাইও থু। বৈঠকে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা এবং বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের অধিনায়কগণ মতামত ব্যক্ত করেন’।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ