বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিকাল ৪টার মধ্যে পুরো নগরীর কোরবানি বর্জ্য পরিস্কার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক। নগরীর সড়ক থেকে অলিগলি কোথাও কোন কোরবানির পশুর বর্জ্য নেই। পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য পরিস্কার করে কোরবানির স্থানে বিøচিং পাউটার ছিটিয়ে দিয়েছেন।
চসিক কর্মকর্তারা জানান, ঈদুল আজহার দিন মোট ৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে নগরীর নিয়মিত বর্জ্য রয়েছে দুই হাজার টন, কোরবানির বর্জ্য ৭ হাজার টন। চসিক পুরো নগরীর বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি নেয় আগে থেকে। এ লক্ষ্যে এক সপ্তাহ ধরে বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, পোষ্টার লাগিয়ে করে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করে। ঈদের দিন প্রায় ৫ হাজার পরিচ্ছন্ন কর্মী ৪১ ওয়ার্ডে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছে। কোরবানীকৃত পশুর নারী ভুড়ি ও উচ্ছিষ্ট অংশ অপসারণ কার্যক্রমে প্রায় ৩৫০টি যানপরিবহন নিয়োজিত ছিল। ঈদের দিন বিকেলে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত মেয়রের সাথে বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।