Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পেল ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

২০১৬’র ‘হ্যাপি ভাগ যায়েগি’র সিকুয়েল ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। একই দিন মুক্তি পেয়েছে ‘জিনিয়াস’ এবং ‘করিম মোহাম্মদ’। কমেডি ফিল্ম ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ মুক্তি পেয়েছে এরোস ইন্টারন্যাশনাল এবং এ কালার ইয়েলো প্রডাকশনের ব্যানারে। আনন্দ এল. রাই এবং কৃষিকা লুল­া চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। মুদাস্সর আজিজের পরিচালনায় অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, ডায়ানা পেন্টি, জিমি শেরগিল, আলি ফজল, পীযুষ মিশ্র, জাসসি গিল এবং অপরশক্তি খুরানা। সঙ্গীত পরিচালনা করেছেন সোহাইল সেন। আনহাদ স্টুডিও প্রাইভেট লিমিটেডের ব্যানারে মুক্তি পেয়েছে ড্রামা ফিল্ম ‘করিম মোহাম্মদ’। প্রযোজনা করেছেন রবীন্দ্র সিং রাজাওয়াত। পবন কুমার শর্মার পরিচালনায় অভিনয় করেছেন হর্ষিত রাজাওয়াত, অলকা আমিন, রবি জঙ্ঘু, রাজেশ জয়েস, যশপাল শর্মা এবং সুনীল যোগি। সঙ্গীত পরিচালনা বালকৃষণ শর্মা। সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট এবং অনিল শর্মা প্রডাকশন্সের ব্যানারে ড্রামা ফিল্ম ‘জিনিয়াস’ মুক্তি পেয়েছে। কে সি শর্মা, কমল মুকুট, দীপক মুকুট এবং অনিল শর্মা ফিল্মটি প্রযোজনা করেছেন। অনিল শর্মার পরিচালনায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, ঈশিতা চৌহান, অভিমন্যু শেখর সিং, নেওয়াজউদ্দিন সিদ্দিকি, মিঠুন চক্রবর্তী এবং আয়েশা জুলকা। সঙ্গীত পরিচালনা হিমেশ রেশম্মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ