বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইয়ের নগদ টাকা ও ছুরিসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবীথিতে এক পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাইকালে পুলিশ আটক করে তাদের।
তাদের কাছ থেকে ৩টি ছুরি ও ছিনতাইয়ের তিন হাজার ২৮০ টাকা উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তিরা হল, রামুর মেরুংলোয়া গ্রামের আকতার মিয়ার ছেলে মো. ইসমাঈল (১৯), রাবার বাগান এলাকার মো. আনোয়ার হোসেন রানার ছেলে মো. আরিফ হোসেন (১৮), চা বাগান গ্রামের মো. শাকিলের ছেলে মো. রোমান (১৮), মধ্য মেরুংলোয়া পাড়ার মো. নুরুল হকের ছেলে মো. সেলিম (১৮) এবং একই গ্রামের সালামত উল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ (১৮)।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে এক পর্যটক দম্পতি শৈবাল পয়েন্ট দিয়ে ফিরছিলেন। ওই সময় তাদের পথরোধ করে ছুরির মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নেয় ছিনতাইকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।