বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ কান্দারপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে শারমীন আক্তার (২৪) কে ফাঁসিতে মেরে ফেলে লাশ গাছে ঝুলিয়ে পাষন্ড স্বামী জাহাঙ্গীর আলম পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারকান্দি তদন্ত কেন্দেও পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মাদারীপুর জেলার রাজর থানার হোসেনপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে শারমিন কালিয়াকৈর এক গার্মেন্টসে চাকরী করার সুবাদে সরিষাবাড়ীর কান্দার পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের সাথে প্রেমে আবদ্ধ হয়ে ২০১২ সালে বিয়ে করে। ঘরে ৩ বছরের একটি শিশু সন্তানও আছে। ঈদের দুদিন আগে রবিবারে (তারা) স্বামী স্ত্রী সরিষাবাড়ী কান্দার পাড়া গ্রামের বাড়ী আসে। মঙ্গলবার রাত ৩টায় পাষন্ড স্বামী তার স্ত্রী শারমিনকে ঘুম থেকে ডেকে তুলে মেরে ফেলে লাশ বাড়ীর পাশে এক গাছে ঝুলিয়ে রাতেই স্বামী সন্তানকে নিয়ে চম্পট দেয়। ভোরে তারাকান্দি তদন্ত কেন্দের পুলিশ খবর পেয়ে লাশ উদ্দার করে থানায় নিয়ে আসে। সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান ও তারাকান্দি তদন্ত কেন্দ্রে ইনচার্জ জোহায়েরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে, হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনো নিশ্চিত না, এখনো কেও কোন অভিযোগ করেনি। তবে লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।