মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালির দক্ষিণাঞ্চলে একটি গভীর পার্বত্য গিরিসঙ্কটে ঢলের তোড়ে ছুটে আসা পাথরের আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
সোমবার ক্যামব্রিয়া অঞ্চলের ওই গিরিসঙ্কটের ওপরের দিকে বৃষ্টিপাত হওয়ার পর হঠাৎ করেই পানির প্রবল ধারা নেমে আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ঘটনাস্থল থেকে আরও ১৮ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। উদ্ধারকৃতদের মধ্যে ছয় জন ওই হঠাৎ ঢলে মধ্যে আহত হয়েছেন।
এ ঘটনায় কতোজন নিখোঁজ রয়েছেন তা পরিষ্কার নয়। কারণ ওই গিরিসঙ্কটটিতে যারা প্রবেশ করেছিলেন সবাই অনুমোদিত গাইড নিয়ে যাননি, ফলে রেজিস্ট্রারে অনেকের নামও লিপিবদ্ধ হয়নি।
রাতে তল্লাশি অব্যাহত রাখার জন্য ওই এলাকাটিতে স্পটলাইট নেওয়া হয়েছিল।
হতাহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দেশটির দক্ষিণাঞ্চলের ওই এলাকাটিতে সাধারণত ইতালিয়ান পর্যটক ও ট্রেকাররাই বেশি যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।