Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ি ঢলে ভেসে গেলো ১২ কোটি টাকার মাছ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ২:১৯ পিএম

বন্যায় নেত্রকোণার ১০ উপজেলার মধ্যে ৮ উপজেলায় ২ হাজার ৯৬৩টি পুকুর তলিয়ে ১২ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে আড়াই হাজারের মতো মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নেত্রকোনার মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অবিরত বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। জেলার কেন্দুয়া ও খালিয়াজুরী ছাড়া সদর, আটপাড়া, দুর্গাপুর, কলমাকান্দা, মোহনগঞ্জ, বারহাট্টা, মদন ও পূর্বধলা উপজেলায় ২ হাজার ৯৬৩টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে।
পানিতে ভেসে গেছে পুকুরে চাষ করা দেশীয় নানা প্রজাতির ছোট-বড় ১ হাজার ৩৪২ মেট্রিকটন মাছ। বাজারে এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা তৈরি করে সরকারিভাবে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়ি ঢল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ