Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজানের পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ৪:৩৫ পিএম

তুলনামূলক বৃষ্টিপাতের হার চলতি বছর (মার্চ-মে) কম হচ্ছে সিলেটে। গত ২ বছর বৃষ্টিপাতের হার অত্যধিক ছিল সিলেট-ময়মনসিংহ তথা দেশের উত্তর পূর্বাঞ্চলে। তবে উজানে পাহাড়ি ঢলে নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বরাবরের মতো এতে নিম্নাঞ্চলে পানি জমে উঠেছে। বিষয়টি উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবু সাঈদ। বৃষ্টিপাতের কারণে কৃষকদের বেরো ধান (বিশেষ করে সুনামগঞ্জ জেলায়) গোলায় তোলা ব্যাঘাত ঘটলেও আগামী ২দিন আবহাওয়া শুষ্ক থাকবে এমনটি-ই নিশ্চিত করেছেন তিনি। তিনি আরও জানান, মার্চ-এপ্রিল-মে মাসে স্থানীয় বৃষ্টিপাতের গড় হিসাব ও প্রভাবে আগাম বন্যার কোন আশংকা নে, উজানের পাহাড়ি ঢল ভিন্ন বিষয়। তারপরও আগাম বন্যার সর্তকতা ও পূর্বাভাস দিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্ষা মৌসুমে (জুন-জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) বৃষ্টি পাত বা উজানের পাহাড়ি অপ্রত্যাশিত ঢলে বিগত বছরগুলোতে বন্যা লক্ষণীয় ছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে। কিন্তু সেই অগ্রিম হিসাব ভবিষ্যতের উপর নির্ভরশীল। তবে ২০১৬ সালে ( মার্চ-এপ্রিল-মে) সিলেট অঞ্চলের বৃষ্টি পাতের পরিমাণ ছিল ১৮৭৯ মি:মিটার, ২০১৭ সালে ২০১৯ মি: মিটার কিন্তু চলতি বছর মাত্র ৭‘শ মি: মিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছর মার্চ থেকেই টানা বৃষ্টির মধ্যে পড়েছিল এ অঞ্চল। কিন্তু এবার মার্চের বদলে এপ্রিল থেকে বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, সিলেট অঞ্চলে মার্চ-এপ্রিল-মে মাসে গড় স্বাভাবিক বৃষ্টিপাত ১১৪৬ মি:মিটার প্রত্যাশিত। কিন্তু সে তুলনায় এ পর্যন্ত প্রায় ৫‘শ মি:মিটার কম বৃষ্টিপাত হয়েছে সিলেট অঞ্চলে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা,মিজোরাম, অরুনাচল, মনিপুর প্রদেশে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে উজানের পাহাড়ি ঢল সুরমা কুশিয়ারা হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি ঘটেছে। ফলশ্রুতিতে মেঘনা বেসিনের নদীগুলোর কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সিলেটে‘র হাইড্রোলজী বিভাগের তথ্য মতে,কুশিয়ারা অমলশীদে বিপদসীমার ৮৯ সে:মিটার, কুশিয়ারা ফেঞ্চুগঞ্জে ৬৭ সে:মিটার, সুরমা কানাইঘাটে ৩৪ সে:মিটার, সুরমা-মেঘনায় মারকুলি ৭০ সে:মিটার, কুশিয়ারা শ্ওেলায় ১০৭ সে: মিটার. সুরমা সিলেটে বিপদসীমার ১৮ সে: মিটার ও হবিগঞ্জে খোয়াই বিপদসীমার ৭০ সে: মিটার, খোয়াই ব্রিজ ৭সে: মিটার , মৌলভীবাজারে মনু ৪৫ সে: মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আবহাওয়া সংশ্লিষ্টদের সূত্র মতে, আজ (মঙ্গলবার) সকাল ৬ টা থেকে আগামী ৭২ ঘণ্টায় উজানে বৃষ্টিপাত ১০০ মি:মিটার হওয়ার সম্ভাবনা রয়েছে, একই সময় সিলেটে ৬০ মি:মিটার, হবিগঞ্জের আংশিক ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সব বিভিন্নস্থানে ১০০ মি:মিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, মাঝে মধ্য হালকা বৃষ্টিপাত হয়েছে। সিলেটে আজ/ গতকাল গড় বৃষ্টিপাত ৪৮ মি:মিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়ি ঢল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ