Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলার অভিবাসীদের ওপর হামলা, সীমান্তে সেনা মোতায়েন ব্রাজিলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

সীমান্তবর্তী শহরে পাকারাইমাতে ভেনেজুয়েলার অভিবাসীদের ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের পর সেখানে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে ব্রাজিল। ভেনেজুয়েলা থেকে মানুষের পালানোর ঘটনায় সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল থেমের এক জরুরি বৈঠকও ডাকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ইকুয়েডরে ভেনেজুয়েলার নাগরিকরা প্রবেশের অনুমতি না নিয়েই সীমান্ত পার হচ্ছে। শনিবার ইকুয়েডর সীমান্তে প্রবেশের নতুন নিয়ম চালু করে। কলম্বিয়া থেকে ইকুয়েডরে প্রবেশে ভেনেজুয়েলার নাগরিকদের পরিচয়পত্রের বদলে পাসপোর্ট প্রদর্শনের নির্দেশনা জারি করা হয়। এর ফলে কয়েক হাজার মানুষ ইকুয়েডর সীমান্তে আটকা পড়ে। বেশির ভাগ অভিবাসী দক্ষিণে পেরু ও চিলিতে পরিবারের সঙ্গে যোগ দিতে যাচ্ছে। ভেনেজুয়েলায় খাবার ও ওষুধের স্বল্পতার মুখে তারা সবাই উন্নত জীবনের আশায় দেশত্যাগ করছে।
শনিবার ব্রাজিলের সীমান্ত শহর পাকারাইমাতে কয়েকটি অভিবাসী ক্যাম্পে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। ভেনেজুয়েলানরা স্থানীয় এক রেস্তোরাঁ মালিককে মারধরের খবর ছড়িয়ে পড়লে এ হামলা চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ