রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের সখিপুরে ভিজিএফ চাল বিতরণে সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অসহায়, দরিদ্র, দুঃস্থ লোকদের জন্য ঈদের পূর্বে প্রতি ভিজিএফ কার্ডধারীকে ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১৬ কেজি করে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্ধারিত লোকজন সরকারি খাদ্য গুদাম থেকে চালের বস্তা উত্তোলন করার পর খাদ্যগুদামে বসে থাকা অসাধু, কালোবাজারি ব্যবসায়ীদের নিকট অধিকাংশ চাল বিক্রি করে দিয়েছে। এমনকি চাল বিতরনের সময় পৌর কার্যালয়ের আশে-পাশে ও প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে অসাধু ব্যববসায়ীরা প্রতি ভিজিএফ কার্ডের চাল ২৮০/৩০০ টাকা করে ক্রয় করেছে। এ চাল পুনরায় ২৭ টাকা কেজি বিক্রি হবে বলে কয়েকজন অসাধু চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়। আর এর সাথে টপ টু বটম সকলেই জড়িত। সখিপুর উপজেলার গজারিয়া, কাকড়াজান, কালিয়া, বহেড়াতৈল, দাড়িয়াপুর, যাদবপুর, বহুরিয়া, হাতীবান্ধা ৮টি ইউনিয়নে ১৩ হাজার ২ শত ২ জন এবং পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ জন মোট ১৭ হাজার ৮ শত ২৩ জন ভিজিএফ কার্ডধারী। প্রতিজন ২০ কেজি হিসেবে চালের পরিমান ৩৫৬.৪৬ মেট্রিক টন চাল বিতরণ করার কথা। এ বিষয়ে সখিপুর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেছেন, অনেকেই খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করার পর বিক্রি করে দিয়েছে, কিন্তু আমি চাল বিক্রি করিনি, প্রতি ভিজিএফ কার্ডধারীকে ২০ কেজি করেই ভিজিএফ চাল বিতরন করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।