Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় শহরের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:৪৯ পিএম

পাবনার মধ্য শহরের প্রেসক্লাব সংলগ্ন আব্দুস সাত্তার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ পুড়ে ভস্মিভূত হয়ে হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘন্টাকাল চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই মার্কেট ভবনের নিচ তলায় বিপনী বিতান, বনলতা খাবার রেস্টুরেন্ট, দোতালা ও তৃতীয় তলায় বাণিজ্যিক ব্যাংক অবস্থিত । পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম, অগ্নিকান্ডের কারণ সঠিক করে বলতে না পারলেও ধারণা উপর নির্ভর করে বলনে রেস্টুরেন্টের গ্যাসের চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। তদন্ত না করে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। খুব ভোরে আগুন লাগে। এই সময় মানুষজন ঘুমন্ত অবস্থায় ছিল। বিদ্যুৎ বিভাগ খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে আশপাশের ফিডার (ট্রান্সফরমার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। রাস্তায় প্রাত: ভ্রমণে বের হওয়া মানুষজন দ্রুত অগ্নিকান্ড স্থান থেকে নিরাপদ দূরত্বে চলে যান। সূর্যের আলো বাড়ার সাথে সাথে আশপাশের লোকজন এবং সাংবাদিকরা ঘটনাস্থলে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ