পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পবিত্র ঈদুল আজহার আগে বিভিন্ন সময় মৃত্যুবরণ করা বিকেএমইএ’র সদস্যভুক্ত ৭৬টি শিল্পপ্রতিষ্ঠানে ১৫০ জন মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে তিন কোটি টাকার চেক তুলে দিয়েছেন সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সংগঠনটি ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত আনুমানিক প্রায় সাড়ে নয়শ মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের কাছে প্রায় ১৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে শ্রমিকদের মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, শ্রমিকরাই নিট খাতের প্রধান চালিকাশক্তি। তাই মৃত শ্রমিকদের পরিবার যেনো সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে- সে দিকটি বিবেচনায় রেখে এই চেক হস্তান্তর করছে বিকেএমইএ।
শ্রমিকদের জন্য বিকেএমইএ’র দরজা সবসময় খোলা উল্লেখ করে যে কোনো সমস্যা সমাধানে বিকেএমইএর সাথে আলোচনা করতে নিট শ্রমিক ও তাদের পরিবারের প্রতি অনুরোধ রাখেন।
মৃত শ্রমিকদের পরিবার যেন সঠিকভাবে বিমা দাবির টাকা পায়, সেজন্য শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মালিকদের প্রতিও আহ্বান জানান তিনি। শ্রমিকের উন্নয়নের মাধ্যমে বিকেএমইএ’র কার্যক্রম প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ সফল করতে সামান্য অবদান রাখলেও তা স্বার্থক বলে মনে করেন এই সংসদ সদস্য। চেক হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোঃ হুমায়ুন কবীর খাঁন শিল্পী, পরিচালক মঞ্জুরুল হক, মুজিবর রহমান, শামীম আহমেদ এবং বিকেএমইএ’র বিভিন্ন সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত ১২ মে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হককে সাথে নিয়ে মোট ৪২৯ জন শ্রমিকদের মধ্যে ৮ কোটি ৫৮ লাখ টাকার গ্রæপ বিমার চেক হস্তান্তর করেন বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।